Symphony মোবাইল কম দামের মধ্যে
Symphony Z60
3/64 GB
Price- 9,999 Taka
এই মোবাইলটি প্রথম বাজারে আসে২০২৩ সালের এপ্রিল মাসে। এটি চারটি রং এ পাওয়া যায় কালো সবুজ সাদা এবং নীল। এ নেটওয়ার্কের ক্যাপাসিটি হচ্ছে 2g 3g এবং 4g। এই মোবাইলে দুইটি সিম ব্যবহার করা যায় ন্যানো সিম। আরো আছে ওয়াইফাই হটস্পট ব্লুটুথ জিপিএস রেডিও usb। ইউএসবি টাইপ হলো সি টাইপ। এটি গ্লাস এবং প্লাস্টিকের উপাদান দিয়ে তৈরি। এই মোবাইলের ডিসপ্লে আছে ৬.৫২ ইন্চি। ডিসপ্লে রেজুলেশন পাবেন। ১৬ * ৭২০ পিক্সেল। ডিসপ্লে টা হচ্ছে আইপিএস টাচস্ক্রিন। এবার আসা যাক এর ক্যামেরায় কি কি আছে? এই মোবাইলে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরার রেজুলেশন হচ্ছে ৫২ + ২ মেগাপিক্সেল। এই মোবাইল দিয়ে ফোরকে মানের এইচডি আল্ট্রা ভিডিও করা যায়। এই ভিডিওর মান হচ্ছে ২১৬০ পিক্সেল। সামনের ক্যামেরা রেজুলেশন ৮ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক জেলের ফুল এইচডি ভিডিও করা যায়। এই মোবাইলে একটি শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। যেটি লিথিয়াম আয়ন পলিমার দিয়ে তৈরি। এর ক্যাপাসিটি হচ্ছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার। এই মোবাইলে সি টাইপ চার্জার দিয়ে ১৮ ওয়াট। ফাস্ট চার্জিং করা যায়। এবার জানা যাক এই মোবাইলের অপারেটিং সিস্টেম সম্পর্কে। এতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ১২। তিন এবং চার জিবি র্যাম করা হয়েছে। এই মোবাইলের প্রসেসর পাবেন অকটা কোর ১.৬ গিগা হারজ্।এই মোবাইলের রোম বা ইন্টারনাল স্টোরেজ পাবেন ৬৪ জিবি আরো আছে ৩.৫ মিলিমিটার জ্যাক। লাউডস্পীকার ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লক আছে।।
সিম্ফোনি মোবাইলের তুলনামূলক দাম অনেক কম। আপনারা চাইলে যে কেউ যেকোনো মুহূর্তে এই মোবাইলটি কিনতে পারেন।
Symphony V139
2/32 GB
ভালো
ReplyDelete